ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে: এ্যানি জেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ নিয়ে বর্তমানে একটা গভীর চক্রান্ত চলছে। গণতন্ত্রকে নস্যাৎ করে দিতে, ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে।

এটা বিএনপির বিরুদ্ধেও একটি অপপ্রচার।  

বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় এ্যানি ছাত্রদলের প্রবীণ ও বর্তমান নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা সচেতন আছি এবং আমাদের সব সময় সর্তক থাকতে হবে। সব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। যেটি আমাদের লক্ষ্যে ছিল স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। আমাদের টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। আমরা সেটি করতে বলিষ্ঠ ভূমিকা পালন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। উনার নেতৃত্বে এ বাংলাদেশে একটি স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেটাই আমাদের প্রত্যাশা।  

ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খালেদার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকন প্রমুখ।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের নিমন্ত্রণে অনুষ্ঠানস্থল প্রাক্তন ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।