ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জাপা সাতক্ষীরা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, ফেব্রুয়ারি ১১, ২০২৩
জাপা সাতক্ষীরা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন শেখ আজহার হোসেন ও মো. আশরাফুজ্জামান আশু

ঢাকা: জাতীয় পার্টি (জাপা) সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ২৮ নভেম্বর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাপা সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগত কাউন্সিলর ও ডেলিগেটরা সর্বসম্মতিতে জাপা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদে শেখ আজহার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. আশরাফুজ্জামান আশুর নাম প্রস্তাব করেন।  

প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে চলতি মাসের গত ০৭ ফেব্রুয়ারি জাপার চেয়ারম্যান জিএম কাদের এমপি, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে শেখ আজহার হোসেনকে সভাপতি ও মো. আশরাফুজ্জামান আশুকে সাধারণ সম্পাদক করে জাপা সাতক্ষীরা জেলার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসএমএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।