ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিলেটে মুক্তাদির বলয়ের ৮ ছাত্রদল নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মে ২, ২০২৩
সিলেটে মুক্তাদির বলয়ের ৮ ছাত্রদল নেতাকর্মী আটক

সিলেট: সিলেট মহানগরে চৌহাট্টায় ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের রিকাবিবাজার থেকে ঝটিকা মিছিলটি চৌহাট্টা এলাকায় আসামাত্র ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এসময় ৮ জনকে আটক করা হয়।  

আটককৃতরা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরের বলয়ের নেতাকর্মী।  

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাত্রদলের একটি মিছিল থেকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ওসমানীনগর তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়কসহ ৮ জনকে আটক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিরস্থায়ী মুক্তি ও নেতাকর্মীদের ওপর থেকে সব মামলা প্রত্যাহারের দাবিতে রিকাবিবাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার দিকে আসা চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ছাত্রদলের ৬ নেতাকর্মী ও সন্দেহভাজন ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত নেতাকর্মীরা হলেন- ওসমানীনগর উপজেলার তাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক জুনেদ হোসেন (৩০), আবুল হোসেন চৌধুরী (৩৪), রাজু আহমেদ (৩৮), কামরুল হাসান (৩০), সাইফুল ইসলাম সোহাগ, (২০), হাফিজুল (২৫), আব্দুস সালাম টিপু (৩৮), পারভেজ খান জুয়েল (৩৮)।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ০২, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।