ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয়: জামায়াত নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৫, মে ১২, ২০২৫
আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয়: জামায়াত নেতা

কুষ্টিয়া: আগে নির্বাচন নয়; আগে আওয়ামী লীগের বিচার চাই বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম।  

রোববার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে নেতাকর্মীদের নিয়ে জেলা জামায়াতের শুকরান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি মন্তব্য করেন।

অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘দ্রুত হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। দৃশ্যমান বিচার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগে নির্বাচন নয়, আগে আওয়ামী লীগের বিচার চাই। ’

সমাবেশে কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য শিক্ষাবিদ অধ্যাপক ফরহাদ হুসাইন,  কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, সোহরাব উদ্দিন, শহর আমির এনামুল হক,  কুষ্টিয়া শহর ছাত্র শিবির সভাপতি হাফেজ সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসিবুর রহমান, নাগরিক কমিটির মুজাহিদ শুভ।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।