ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

দাপুটে-রেকর্ডময় ক্রিকেট খেলতে পারে টাইগাররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, জুন ১৭, ২০২৩
দাপুটে-রেকর্ডময় ক্রিকেট খেলতে পারে টাইগাররা জি এম কাদের

ঢাকা: সফররত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টাইগারদের বিশাল জয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

শনিবার (১৭ জুন) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি বোর্ড ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অসাধারণ নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। প্রমাণ হলো, শুরু থেকেই দাপুটে ও রেকর্ডময় ক্রিকেট খেলতে সমর্থ টাইগাররা। এই বিজয় ভবিষ্যতে আরও অনেক ম্যাচ জয়ে অনুপ্রেরণা যোগাবে ক্রিকেটারদের। নতুন প্রজন্মের ক্রিকেটারদের সামনে এই বিজয় মাইলফলক হয়ে থাকবে।

সফররত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টাইগারদের বিশাল জয়ে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।