ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানের ছেলে রিফাত ছাত্রলীগ থেকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানের ছেলে রিফাত ছাত্রলীগ থেকে বহিষ্কার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাত

জামালপুর থেকে: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রিফাত বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শনিবার (১৭ জুন) জেলা ছাত্রীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষকর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি।

বাংলানিউজকে তিনি বলেন, জেলা ছাত্রলীগের বিশেষ এক সভায় রিফাত হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে।

সাংবাদিক নাদিম হত্যার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ন্যক্কারজনক ঘটনায় প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে রিফাতের সংশ্লিষ্টতা জোরালোভাবে উল্লেখ হওয়ায় দলীয় ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষুণ্ন হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ বকশীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক পদ থেকে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। একইসঙ্গে স্থায়ীভাবে কেন অব্যাহতি দেওয়া হবে না, আগামী ৭ দিনের মধ্যে রিফাতকে তা জানাতে বলা হয়েছে।

এর আগে নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় রিফাতের বাবা ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। তিনি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নির্দেশেই সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজন ও সহকর্মীদের। পুলিশও প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়েছে।

গত বুধবার রাত ১০টার দিকে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন:
সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ৯ আসামি
সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুসহ গ্রেপ্তার ৩
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে আনা হচ্ছে ঢাকায়

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এনবি/এসএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।