ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্যাংক-কোম্পানি বিল: সংসদ থেকে জাপার ওয়াক আউট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ব্যাংক-কোম্পানি বিল: সংসদ থেকে জাপার ওয়াক আউট

ঢাকা: সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা। বুধবার (২১ জুন) ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল-২০২৩ এর ওপর আনা সংশোধনী প্রস্তাব নিয়ে দ্বিমত পোষণ করে তারা অধিবেশন থেকে ওয়াক আউট করেন।

এ সময় স্পিকার ড. শিরীন শামিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল-২০২৩ সংসদে উত্থাপন করেন। এই বিলের ওপর জনমত যাচাই প্রস্তাবে আলোচনার সময় বিরোধী দলের সদস্যরা ব্যাংকের পরিচালকের পদে থাকার মেয়াদ ৩ বছর বাড়িয়ে ১২ বছর করার প্রস্তাবে বিরোধিতা করেন। এটি বাদ না দেওয়ায় তারা ওয়ার্ক আউট করেন। এ সময় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমামসহ উপস্থিত সদস্যদের অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

এরপর আর্থমন্ত্রী বিলটি পাসের জন্য প্রস্তাব করলে তা স্থিরিকৃত আকারে পাস হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।