ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা জেলা যুবদলের নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
ঢাকা জেলা যুবদলের নতুন কমিটি

ঢাকা (সাভার): বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি করা হয়েছে ইয়াসিন ফেরদৌস মুরাদকে।

তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মো. আইয়ুব খানকে। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পাঁচ সদস্যের কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে আবুল হাসেমকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন মাসুমকে। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাড. মোকাররম হোসেন সাজ্জাদ।

যুবদলের ঢাকা জেলার সবশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালের ৩০ এপ্রিল। পাঁচ বছর পর নতুন কমিটি পেল যুবদলের এই জেলা সংগঠনটি।

ঢাকা জেলা যুবদলের নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এসএফ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।