ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আবারও আমরা ক্ষমতায় আসবো: পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
আবারও আমরা ক্ষমতায় আসবো: পরিকল্পনামন্ত্রী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি বিশ্বাস করি, আবার ক্ষমতায় আসবো। আমরা দেশের জন্য কাজ করেছি।

আমরা উন্নয়ন করি, ধ্বংসাত্মক কাজ করি না। তাই জনগণ আমাদের সঙ্গে আছে। বাংলার মানুষ আমাদের চায়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী এবং একনেক- এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণের ওপর ভরসা করে আবারো সরকার ক্ষমতায় আসবে। কোনো ধ্বংসাত্মক কাজে নেই আওয়ামী লীগ। কাজেই দেশের জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে।  

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরো বেশি প্রকল্প পাশ করতে পারলে আরো উৎফুল্ল থাকতাম। তবে আগামীতে আবার ক্ষমতায় এলে আরো বেশি বেশি প্রকল্প অনুমোদন হবে বলে তিনি আশা করেন।

সামনে রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনীতিতে কোনো চাপ পড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই চাপ পড়বে। যারা এই সহিংসতা করছে, তাদেরকেই এর জবাব দিতে হবে।  

 এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার ও পরিকল্পনা কমিশনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসএমএকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।