ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ রূপগঞ্জ আ. লীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ রূপগঞ্জ আ. লীগের

নারায়ণগঞ্জ: অবরোধের নামে মানুষ হত্যা, যানবাহনে হামলা, অগ্নিসংযোগসহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি সমাবেশ ও মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে শেখ হাসিনা স্টেডিয়াম এলাকায় এই শান্তি সমাবেশ ও মিছিল বের হয়।

দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে শান্তি সভায় বক্তব্য রাখেন, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মোশারফ হোসেন, নাদিম ভূইয়া, রিটন প্রধান ও ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন।  

এ সময় বক্তারা বলেন, দেশে বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাস এ নাশকতার নামে বিএনপি জামায়াত যে অবরোধ ডেকেছে তা প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে ছিল, এখনো আছে এবং থাকবে।  

কেউ অরাজকতা করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।