ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবি বিক্ষোভ মিছিল।

ঢাকা: বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর-১০ গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের ওপর অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। নির্বিচারে চালাচ্ছে গণহত্যা। মার্চ থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের অন্তত ৫০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। যাদের বড় একটি অংশই নারী ও শিশু। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ভূমিকা নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহাল করতে হবে। আরব বিশ্বকে আমেরিকাসহ পশ্চিমা আগ্রাসী দানবদের তেল সরবরাহ বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সব পর্যায়ে ইহুদিদের পণ্য আমদানি নিষিদ্ধ করতে হবে।

এতে আরও বক্তব্য দেন- মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, মুফতি নিজামুদ্দিন, ডা. মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি সিরাজুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান, যুবনেতা মুফতি হাফিজুল হক ফাইয়াজ, সোহরাব হোসেন ফজলে প্রমুখ।

সমাবেশে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে অন্য বক্তারা বলেন, অবিলম্বে এ বর্বরতা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের ডাকও দেন তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে ৬ নম্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ