ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

রাজনীতি

ডিমলায় ছাত্রলীগ নেতা সায়েম গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
ডিমলায় ছাত্রলীগ নেতা সায়েম গ্রেপ্তার আবু সায়েম সরকার

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আবু সায়েম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ফজলে এলাহী জানান, গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগ নেতা আবু সায়েমকে রোববার (৫ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমলা থানায় কুটিরডাঙ্গা এলাকায় কৃষকের জমি দখল করে বালু উত্তোলন, হামলা ও চাঁদাবাজির অভিযোগে গত ২০ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মামলার বাদী আনিছুর রহমান ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি হিসেবে অভিযুক্ত করেন। ওই মামলায় নামীয় আসামি আবু সায়েমকে গ্রেপ্তার করা হয়।  

এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।