ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

রাজনীতি

আ. লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে: সোহেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
আ. লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে: সোহেল হাবিব উন নবী খান সোহেল

জামালপুর: আওয়ামী লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এসময় তিনি তাদের ভালো হওয়ার পরামর্শ দেন।

এছাড়াও সোহেল বলেন, আন্দোলনের স্বার্থে সংগঠনের নাম ব্যবহার না হলেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের অংশগ্রহণ ছিল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।  

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, যারা ১ কোটি তরুণকে ভোট দিতে বাধা দিয়েছে, এদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাদের ভোটে অংশগ্রহণের অধিকার নেই।  

সবশেষ ইয়াহিয়া খানের সঙ্গে শেখ হাসিনার কোনো পার্থক্য নেই বলে দাবি করে সোহেল বলেন, ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না।  

এসময় কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দসহ দলীয় নেতারা বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।