বগুড়া: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, আপনার সরকার সময় নষ্ট করে ফেলেছেন। ছয় মাস সময় অতিবাহিত করে ফেলছেন খালি এদিক আর ওদিক করে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, আপনার সফলতা হবে একটাই। মানুষের ভোটের যে অধিকার ছিনতাই হয়েছিল আপনি সেই অধিকার ফিরিয়ে দেন। যতটুকু সংস্কার করা দরকার তা করে নির্বাচন কমিশনকে ঠিক করেন। সেই সঙ্গে ওই কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে আসতে না পারেন তার ব্যবস্থা করুন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সংস্কার সংস্কার তো করেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমান আপনি আসার আগেই শেখ হাসিনার আমলে ৩১ দফা দিয়েছিল রাষ্ট্রব্যবস্থা সংস্কারের জন্য। আপনি এখনো সেটা খুলেই দেখেননি। ওইটা দেখেন। আপনার ওই সংস্কার চ্যাপ্টার ক্লোজড করে দেন। এখন নির্বাচনের অধ্যায় খোলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন।
প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ জনসভার আয়োজন করে জেলা বিএনপি।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং খায়রুল বাশারের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, এমআর ইসলাম স্বাধীন, একেএম আহসানুল তৈয়ব জাকির, তৌহিদুল ইসলাম মামুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
কেইউএ/আরবি