রাজবাড়ী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বারকে (৭৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জব্বারকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
আরবি