ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

রাজনীতি

আগৈলঝাড়ায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আগৈলঝাড়ায় আ.লীগের ২ নেতা গ্রেপ্তার  প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার বাগধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হৃদয় রায় প্রদীপ। অন্যজন একই উপজেলার বাগধা ইউনিয়ন যুবলীগ সদস্য রানা হাওলাদার।

ওসি অলিউল ইসলাম জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মারধর করে তার মোটরসাইকেল ভাঙচুরসহ ছিনিয়ে নিয়ে যায়। ছাত্রদল নেতা শাহেদকে মারধর করে তার মোটরসাইকেল ভাঙচুরের মামলায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।