ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

রাজনীতি

অছাত্র ও বিবাহিতদের দিয়ে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি করায় ক্ষোভ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
অছাত্র ও বিবাহিতদের দিয়ে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি করায় ক্ষোভ 

ঢাকা: দলের হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে সরকারি মেডিকেল কলেজ শাখায় অছাত্র এবং বিবাহিতদের দিয়ে কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রশ্নের দেখা দিয়েছে।

অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।  

ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর নতুন করে ছাত্রদলকে ঢেলে সাজানোর নির্দেশনা দেন সংগঠনের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষকরে নিয়মিত শিক্ষার্থীদের নেতৃত্বে রেখে ছাত্রদল ঢেলে সাজানোর নির্দেশনা দেন তিনি। কিন্তু বাস্তবে অছাত্র, বিবাহিত, ক্যাম্পাসের বাইরে থাকা নেতাদেরকে দিয়ে ছাত্রদলের কমিটি গঠিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ফরিদপুর, গোপালগঞ্জ, সিলেট, জামালপুর ও কিশোরগঞ্জ সরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। তন্মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি ঘোষিত ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি শাকিল হোসেন ২০১০-১১ ও সাধারণ সম্পাদক মো. মোস্তাকীম কবীর ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। যাদের বর্তমানে ছাত্রত্ব নেই। সভাপতি ৯ বছর আগে ও সাধারণ সম্পাদক ৬ বছর আগে ডাক্তারি পেশায় চলে গেছেন। ক্যাম্পাসে নিয়মিত না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাদের কোনোরকম সম্পর্ক নেই। ফলে নতুন কমিটি গঠনের পর ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে‌।  

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র জানান, অছাত্রদের নিয়ে গঠিত কমিটির ব্যাপক সমালোচনা হচ্ছে। এছাড়া গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন সভাপতি মো. রাকিবুল আলম রাফি ২০১৭-১৮ সেশনের ছাত্র। তারও এখন ছাত্রত্ব নেই এবং তিনি বিবাহিত। এছাড়াও সিলেট মেডিকেল কলেজ ছাত্রদল ও কিশোরগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতেও অছাত্র ও ডাক্তারদের শীর্ষ পদে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করতে চাননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি শাকিল হোসেন বলেন, ২০১০-২০১১ সেশনে ভর্তি হওয়ার পর তার এখন ছাত্রত্ব নেই। তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং প্রায় ঢাকার নবাবগঞ্জে চেম্বার করেন।  

সাধারণ সম্পাদক মো. মোস্তাকীম কবীর বলেন, তিনি ঢাকায় চাকরির জন্য পড়ালেখা করছেন। তারও ছাত্রত্ব শেষ হয়েছে। কলেজে সাংগঠনিক কাজে শিগগিরই যাবেন বলে জানান।

সার্বিক বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিভাগীয় টিমের সুপারিশের ভিত্তিতেই বিভিন্ন ইউনিটে কমিটি গঠন করা হয়েছে। অনেক ক্ষেত্রে সাংগঠনিক কৌশলের অংশ হিসেবে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। বিবাহিত বা অছাত্র সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
টিএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।