ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে যুবদলের ১১ শাখার নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
লক্ষ্মীপুরে যুবদলের ১১ শাখার নতুন কমিটি

লক্ষ্মীপুরে যুবদলের ১১টি শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।  

শনিবার (১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেইসবুক পেজে কমিটির সংবাদ বিজ্ঞপ্তিগুলো প্রচার করা হয়।

 

সম্মেলন ছাড়াই এসব কমিটির অনুমোদন দেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন।  

কমিটিগুলো হলো- লক্ষ্মীপুর পৌরসভা, সদর উপজেলা (পূর্ব), সদর উপজেলা (পশ্চিম), রামগঞ্জ উপজেলা, রামগঞ্জ পৌরসভা, রায়পুর উপজেলা, রায়পুর পৌরসভা, চন্দ্রগঞ্জ থানা, রামগতি উপজেলা, রামগতি পৌরসভা ও কমলনগর উপজেলা। প্রত্যেক কমিটি সদস্য সংখ্যা ৩৫ জন।  

নতুন কমিটির নেতাদের মধ্যে লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহাম্মদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু ও সদস্য সচিব মুনছুর আহম্মদ।  

সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও জাকির হোসেন।  

সদর উপজেলা (পূর্ব) যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল আদনান ও সদস্য সচিব কাজী হেলাল উদ্দিন।  

চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক ও সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল।

রায়পুর পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরে-এ হেলাল, যুগ্ম আহ্বায়ক নবী উল্যাহ রুবেল ও সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকির।  

রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট ও সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী।  

রামগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া।  

রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন ও সদস্য সচিব সাত্তার মজুমদার।

রামগতি পৌরসভা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন ও সদস্য সচিব মাহবুবুর রহমান কবির।  

রামগতি উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলি নোমান, যুগ্ম আহ্বায়ক জমির আলী ও সদস্য সচিব শাহ মো. শিব্বির আহমেদ।  

কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ও সদস্য সচিব আবু সায়েদ দোলন।  

নবগঠিত লক্ষ্মীপুর পৌরসভা যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মদ বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে যুবদলের প্রত্যেক নেতা-কর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা যুবদল নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, যুবদলের ১১টি শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল করতে তারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন। দায়িত্বপ্রাপ্তরা আগামী তিন মাসের মধ্যে তাদের অধীনস্থ সব শাখার সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। নতুন কমিটিগুলোর মধ্যে রামগতি উপজেলা, রামগতি পৌরসভা ও কমলনগর উপজেলা কমিটির আহ্বায়ক পরবর্তী সময়ে যুবদলের কমিটিতে প্রার্থী হতে পারবেন না।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।