ঢাকা, রবিবার, ২ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠির সাবেক পিপি আবদুল মন্নান রসুল কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
ঝালকাঠির সাবেক পিপি আবদুল মন্নান রসুল কারাগারে

ঝালকাঠি: ঝালকাঠিতে বিস্ফোরক আইনের তিন মামলার এজাহারভুক্ত আসামি সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মন্নান রসুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

তিনি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি।

রোববার (১৬ মার্চ) সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠি-০২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবদুল মান্নান রসুল গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। ঝালকাঠি জেলা বিএনপি অফিসে বোমা বিস্ফোরণ ও হামলা, জেলা বিএনপির সদস্যসচিবের বাসায় হামলা ভাঙচুর, আইনজীবী সমিতিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টিসহ একাধিক হামলা ভাঙচুরের ঘটনায় তার নামে ঝালকাঠি সদর থানায় ছয়টি মামলা হয়।  

এসব মামলায় আবদুল মান্নান রসুল হাইকোর্ট থেকে গত ১৯ ও ২০ জানুয়ারি আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার আদালতে আত্মসমর্পন করে ছয়টি মামলায়ই জামিন আবেদন করেন তিনি।  

বিচারক তিনটি মামলার জামিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে বাকি তিন মামলার জামিন শুনানির জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেন বিচারক।  

আবদুল মান্নান রসুলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বনি আমীন বাকলাই। রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।