বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুক্তরাষ্ট্রের জর্জিয়া শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সংগঠনের সিনিয়র উপদেষ্টা গিয়াস উদ্দিন ভূঁইয়ার ঘোষণার মধ্য দিয়ে এ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এতে শাহনাওয়াজ হোসেনকে সভাপতি, এস এম রেজাউল হককে সাধারণ সম্পাদক এবং সোহেল মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য নেতারা হলেন সহ-সভাপতি মোহন জব্বার, মামুন শরীফ, আজাদ রহমান, শহিদুল ইসলাম বাচ্চু, আইয়াজ আলী চৌধুরী, তারিক আহমেদ, মোহাম্মদ আলী খান লোদী, আজিজুল হাকিম, আলী মো. মাসুদ আলম, তানভীর আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক- এ কে এম শাহনুর খান শাহিন, যুগ্ম সম্পাদক- মো. আলী সজল, মাহবুব রহমান বাদল, আলম বাবলু নিশান, সরফু চৌধুরী , নূর ভুইয়া, ড. মো. আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল, রায়হান আহমেদ রাহি, নুর আলম মোহন, প্রচার সম্পাদক-নুরুরই ইকবাল, সহ-প্রচার সম্পাদক- মো. হাসানুর রহমান, দপ্তর সম্পাদক- আতিকুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো. কাসির নাঈমুল করিম, মো. মাসুদ, কোষাধ্যক্ষ-তুহিন খান, সহ-কোষাধ্যক্ষ আবু তাহের, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কছির বিপ্লব, ক্রীড়া সম্পাদক জনি, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা খানম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক লামিয়া পারভীন, আন্তর্জাতিক সম্পাদক মো. হাসেম, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান ও সরোয়ার জাহান, মানবাধিকার সম্পাদক মো. আবু খালেদ, সহ-মানবাধিকার সম্পাদক বেলাল পারভেজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাবা এমন হোসেন।
নতুন কমিটির সভাপতি শাহনাওয়াজ হোসেন বলেন, বিএনপির আদর্শকে আরও সুসংগঠিত করা ও গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করাই আমাদের লক্ষ্য। আমি বিশ্বাস করি, আমরা সবাই একসঙ্গে কাজ করলে দলের কার্যক্রম আরও গতিশীল হবে।
সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক বলেন, নতুন কমিটি বিএনপির সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং দলীয় কর্মসূচিকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করব।
সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না দলের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এইচএ/