ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

রাজনীতি

নির্বাচন নিয়ে দেশের মধ্যে ষড়যন্ত্র চলছে: শহিদুল ইসলাম বাবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
নির্বাচন নিয়ে দেশের মধ্যে ষড়যন্ত্র চলছে: শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর: নির্বাচন নিয়ে দেশের মধ্যেও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক মোড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা কবির।

শহিদুল ইসলাম বাবুল বলেন, সেই ওয়ান ইলেভেন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে অতএব নির্বাচন হওয়া যাবে না। সেই কাহিনী ঘুরিয়ে-ফিরিয়ে এখনো চলছে ইনিয়ে বিনিয়ে। ওইসব ছলাকলা চলবে না। এ ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র, এ ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, আমরা ট্রেনিং জমা দেইনি বরং প্রয়োজনে আবারো লড়াই করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, চরভদ্রাসন উপজেলা সাবেক চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজ প্রমুখ।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।