ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, মে ৫, ২০২৫
দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া

ঢাকা: দেশে ফিরে আসার জন্য লন্ডনের বাসা থেকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার (৫ মে) স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছান তিনি।

এর আগে দুপুর দেড়টার দিকে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বিমানবন্দরের পথে রওনা হন খালেদা জিয়া। তাকে বহনকারী গাড়িটি চালাচ্ছিলেন পুত্র তারেক রহমান।

স্বদেশ প্রত্যাবর্তন যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লন্ডনে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পারিবারিক সাক্ষাৎপর্ব সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

খালেদা জিয়া লন্ডনে অবস্থানকালে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং পরিবারের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে ছিলেন।

দেশে পৌঁছানোর পর তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘ফিরোজা’য় উঠবেন। ইতোমধ্যে তার জন্য বাসভবনটি প্রস্তুত করা হয়েছে।

টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।