ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

রাজনীতি

ভোলাগঞ্জে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ, তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
ভোলাগঞ্জে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ, তদন্ত কমিটি

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে বিএনপির নেতা সাহাব উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। এ অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।



বুধবার (১৯ মার্চ) সকালে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আপনার (সাহাব উদ্দিন) নামে সংবাদমাধ্যমে বিভিন্ন গুরুতর অভিযোগ প্রকাশিত হয়। যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি বলে বিবেচিত হচ্ছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি নেতা সাহাব উদ্দিনকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। এতে দলের ভাবমুর্তির বিষয় জড়িত। তার অবস্থান পরিষ্কারের জন্য শোকজ (কারণ দর্শানো) করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়।

তিনি বলেন, শোকজের পাশাপাশি এ ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে জেলা বিএনপির প্রথম ভাইস প্রেসিডেন্ট পিপি আশিক উদ্দিন আশুক। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মহানগর আদালতের পিপি বদরুল ইসলাম ও  সহ আইনবিষয়ক ওবায়দুর রহমান ফাহমিকে। তাদের যথা শিগগিরই প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিনের নামে প্রায় ১৫০ একর সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। তার দখলে থাকা জমি তিনি পাথর ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। দুই বছর আগে অভিযান চালিয়ে তার দখলে থাকা জমি উদ্ধার করেছিল স্থানীয় প্রশাসন। পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে ৫ আগস্ট বিকেলে তিনি আবার সে জমি দখলে নেন।  

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ৫ আগস্ট বিকেলে সাহাব উদ্দিনের লোকজন পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে আবার ওই জমির দখল নেন। তখন তার অনুসারীরা স্থলবন্দর নির্মাণে নিয়োজিত ঠিকাদারদের জিনিসপত্র ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। ওই মহলটি পর্যটনের উন্নয়নে নির্মিত সীমানাপ্রাচীর ভেঙে ফেলে। পরে নির্মাণাধীন স্থলবন্দরের ৫২ দশমিক ৩০ একর জমি ছাড়া উভয় পাশের প্রায় ২শ একর জমির দখল নেন সাহাব উদ্দিনসহ স্থানীয় কয়েকজন।

অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন বলেন, আমি সরকারি কোনো জায়গা দখল করিনি। এই জায়গা আওয়ামী লীগের আমলে দখল হয়েছে। এখানে সবাই মিলে ব্যবসা করছে। আর ফোকাস হয়েছে আমার নাম। তাছাড়া জেলা বিএনপির শোকজের চিঠি পাইনি, তবে কমিটি গঠনের বিষয়টি জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।