ঢাকা: আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠেয় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় বর্ধিত সভা সফল করার লক্ষে অতিরিক্ত মহাসচিবদের প্রস্তুতি সভা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
বর্ধিত সভা সফল করার লক্ষে সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নসহ সাংগঠনিক কমিটিকে প্রস্তুতি সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগীয় অতিরিক্ত মহাসচিবদের নেতৃত্বে জেলা কমিটিগুলো আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মনিরুল ইসলাম মিলন ও মোহাম্মদ আতিকুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এসএমএকে/জেএইচ