সিলেট: সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দুই দফায় পেটালেন মাছিমপুর এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক আজিজসহ চারজন কর্মী-সমর্থক আহত হয়েছেন।
শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নগরের ল’ কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হক দাবি করেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুল হক আজিজ তার অনুসারীদের নিয়ে ল’ কলেজ সংলগ্ন এলাকায় প্রায়শই আড্ডা দিতেন। প্রতিদিনের মতো শুক্রবারও আড্ডা দিতে জড়ো হন তারা। কিন্তু তাদের আড্ডাস্থলে গাড়ি পার্কিং করিয়ে রাখেন আওয়ামী লীগ সমর্থিত মাছিমপুর এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে ছাত্রলীগ-কর্মী অপু।
এ নিয়ে আজিজের কর্মী-সমর্থক ও অপর পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলে চলে আসেন আজিজ। বিষয়টি মীমাংসার চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে অপু, মঞ্জু, দিপু, মুজিব ও অপিসহ মাছিমপুর এলাকার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আজিজের মাথায় আঘাত করেন। রক্তাক্ত জখম অবস্থায় আজিজকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিক তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তার মাথায় ১৮টি সেলাই লাগে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
ঘটনাটি জানাজানি হলে আজিজুল হক আজিজের অনুসারীরা আবারও ঘটনাস্থলে আসেন। এসময় আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্রলীগকর্মী অপু, মঞ্জু, দিপু, অপি, মুজিবসহ মাছিমপুর এলাকার শতাধিক লোকজন আরেক দফা হামলা করেন। এতে স্বেচ্ছাসেবক দলের আরও ৩ কর্মী-সমর্থক আহত হন। এসময় তাদের ব্যবহৃত অন্তত ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মী-সমর্থকরা।
দ্বিতীয় হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপশহর পয়েন্টে অবস্থান করেন। এরপর বিএনপির নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে হামলার চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা এড়াতে সকলকে তাড়িয়ে দেয়।
রাত ৩টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে রাতেই প্রতিশোধের ঘোষণা দিচ্ছেন।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, স্বেচ্ছাসেবক দলের ওপর হামলার ঘটনায় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এনইউ/এসএএইচ