ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে আ. লীগ নেতা মুকুল গ্রেপ্তার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
হবিগঞ্জে আ. লীগ নেতা মুকুল গ্রেপ্তার

হবিগঞ্জ: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা ইমদাদুর রহমান মুকুলকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে জেলা শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ডিবি ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান গত ৯ জানুয়ারি হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেছিলেন। এ মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানিয়েছেন।

তিনি বলেন, ইমদাদুর রহমান মুকুলকে বিকেলে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।