ঢাকা: আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কিন্তু অনেক কঠিন একটি নির্বাচন হবে, সে লক্ষ্য নিয়ে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্হ ভাসানী ভবন মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ সফল করার লক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন অতীতের যেকোন নির্বাচনের চেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ সেই কঠিন নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে আমাদের দেশের তরুণ প্রজন্মের একটি বৃহৎ অংশ ভোটার রয়েছেন। আমাদেরকে সে তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে। তরুণ ভোটাররা কি চায় এমন প্রশ্ন তুলে আমিনুল হক বলেন, তরুণ ভোটারদের চিন্তা ভাবনাকে বাস্তবে প্রতিফলনের মাধ্যমে আমাদের সবাইকে তরুণ ভোটারদের কাছে যেতে হবে। নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে হবে।
আমিনুল হক বলেন, বিএনপির ৩১ দফা রূপরেখায় শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই ৩১ দফা রূপরেখায় শিক্ষিত বেকারদের ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে। আওয়ামী স্বৈরাচার কর্তৃক বিকৃত ইতিহাস সংশোধন করা এবং স্বাস্থ্যকে সার্বজনীন করার কথা বলা হয়েছে। ৩১ দফার এ বার্তা আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। দলের বৃহৎ স্বার্থে নেতাকর্মীদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলে সেটাকেও ভুলে যেতে হবে। নিজেদের মধ্যে কোনো কাদা ছোড়াছুড়ি করা যাবে না।
দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে। জনগণের ক্ষতি হোক এমন কোনো কাজকে বিএনপি সমর্থন করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি দখলদারিত্ব বা লুটতরাজে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে তার প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশনা দিয়েছেন।
এ সময় আমিনুল হক আরও বলেন, দলের নেতাকর্মীদের ছোট্ট একটি ভুলের কারণে গত ১৭ বছরের ত্যাগস্বীকারের মাধ্যমে আপনাদের রাজনীতির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। তাই সতর্ক থাকুন।
সভায় উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন, শাহ আলম ও মাহাবুবুল আলম মন্টু।
এরপরে তিনি রাজধানীর শেরে বাংলা নগরে ছাত্র যুব শক্তির আয়োজনে ঈদ ও বৈশাখী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি পল্লবীর ইস্টার্ন হাউজিং এ ঢাকা উত্তর সিটি করপোরেশন এর আয়োজনে গণশুনানি, রাস্তার কাজ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
টিএ/জেএইচ