ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলে যুক্ত হলো আরও দুই থানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:৪৫ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলে যুক্ত হলো আরও দুই থানা

ঢাকা: সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ঢাকা মহানগরকে চারটি শাখায় ভাগে সাজিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এগুলো হলো, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম।

এর মধ্যে ঢাকা মহানগর পশ্চিম শাখায় দুটি থানা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেগুলো আগে ঢাকা মহানগর উত্তর শাখার আওতাধীন ছিল।  

রোববার (২৭ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরের সাংগঠনিক দুটি থানা, ক্যান্টনমেন্ট থানা ও ভাষানটেক থানা ইতোপূর্বে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের অধীনস্থ ছিল। তবে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক থানা দুটি ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের অন্তর্ভুক্ত করা হলো।

সেখানে আরও বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে এমন খবরে উচ্ছ্বসিত ঢাকা মহানগর পশ্চিমের নেতাকর্মীরা। এই শাখার সভাপতি রবিন খান বলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আয়তন বর্ধনের দাবি আমাদের দীর্ঘদিনের। আমি এবং আমাদের শাখার সাধারণ সম্পাদক আকরাম আহমেদ দায়িত্ব পাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংসদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছি। অবশেষে আমাদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে। আমাদের ইউনিট বরাবরই কেন্দ্রীয় সংসদের কাছে প্রশংসিত, দুটি নতুন থানা যুক্ত হওয়ায় আমাদের দলীয় কার্যক্রমে আরও গতি বাড়বে বলে আশা করছি। একইসঙ্গে ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের নেতা-কর্মীদের অভিনন্দন জানাই।  

প্রসঙ্গত, পূর্বে নয়টি থানা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলে অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে ১১টি থানা। এগুলো, মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলা নগর, দারুসসালাম, শাহ্ আলী, মিরপুর, রূপনগর, পল্লবী, কাফরুল, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এনএটি

বাংলাদেশ সময়: ৯:৪৫ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ