ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হেফাজতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, মে ৩, ২০২৫
দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হেফাজতের শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।  

তিনি বলেছেন, ‘এটা আমাদের প্রথম ঘোষণা।

যদি দাবি মানা না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো কঠিন ঘোষণা করব। আপনাদের বিরুদ্ধে আমাদের নামার ব্যবস্থা করবেন না। যদি জাতি নেমে যায়, হেফাজত নেমে যায় তাহলে কোনো উপদেষ্টা এদেশে থাকতে পারবে না। ’

শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, আমাদের দাবি স্পষ্ট, আমরা মুসলমানদের পক্ষ থেকে দাবি করছি, যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। এই কমিশন রেখে কোনো সংস্কার হবে না। আমরা দাবি করছি, এই কমিশন যে প্রস্তাব পেশ করেছে, তা প্রত্যাহার করতে হবে। জাতি তা প্রত্যাহার করেছে। আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আমরা দাবি করছি, দেশের জনগণের সঙ্গে আলোচনা করে ‘মানবিক করিডোর’ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাদেরকে এড়িয়ে গিয়ে, না জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ জনগণ মানবে না।

ছবি: ডিএইচ বাদল

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আমরা দাবি করেছি শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে; জুলাই-আগস্টে গণহত্যার বিচার করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে। বিচারের আগ পর্যন্ত তার কোনো নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রমুখ।

এসসি/ ইএসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।