কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের পর আওয়ামীলীগ নিষিদ্ধ চেয়ে রাজধানীর শাহবাগ অবরোধে বিক্ষোভকারীদের যোগ দিলেন ইউনাইটেড পিপল বাংলাদেশের নেতাকর্মীরা।
শুক্রবার (৯ মে) বিকেল ৪ টায় প্লাটফর্মটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।
তারা শাহবাগে সড়কের উপর বসে আওয়ামীলীগের নিষিদ্ধ চেয়ে স্লোগান দিচ্ছেন।
প্লাটফর্মটির আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। এছাড়া আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্যসচিব প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ, মুখপাত্র হিসেবে শাহরিন সুলতানা ইরাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলন করছে জাতীয় নাগরিক পার্টি। এর আগে একই দাবিতে গতরাতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে দলটির নেতারা।
শাহবাগে অবস্থানের আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একইসঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন।
হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪ টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। এ সময় এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এফএইচ/এমএম