ঢাকা: রাজধানীর শাহবাগে গণজমায়েতে সংহতি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।
শনিবার (১০) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনূছসহ একদল নেতাকর্মী জমায়েতস্থলে আসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের৷ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, মহানগর উত্তরের সভাপতি ফজলে বারী মাসউদ।
অধ্যক্ষ ইউনূছ বলেন, আওয়ামী লীগ পরিচয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। আর কত রক্ত ঝরতে হবে। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, তারা বিশ্বাসঘাতকতা করছেন।
জেএইচ