ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আর এ গণি লাইফ সাপোর্টে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, জানুয়ারি ১৪, ২০১৬
আর এ গণি লাইফ সাপোর্টে ড. আর এ গণি

ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রবীণ সদস্য ড. আর এ গণিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
 
অবস্থার অবনতি হলে বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


 
কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন খানের বরাত দিয়ে বিএনপির চেয়াপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
৯৮ বছর বয়সী ড. আর এ গণি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ডা. হুমায়ুন খানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।