ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের ছাড় নেই’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, সেপ্টেম্বর ১৫, ২০১৬
‘যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের ছাড় নেই’

কুষ্টিয়া: ‘যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে দেশকে ও দেশের জনগণকে অস্থিতিশীল করতে চায় তাদের কোনো ছাড় নেই’ এমন মন্তব্য করেছেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া স্টেডিয়াম ও নবনির্মিত সুইমিংপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘যারা পেট্রোল ঢেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করে যারা কারাগারে আছে, তাদের প্রতি বিএনপির এত দরদ কেন? তাহলে কি ধরে নেওয়া যায় বিএনপির নির্দেশে এসব হত্যাকাণ্ড হয়েছে?’

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম ও জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।