ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সেলিমা রহমান-শিমুল বিশ্বাসসহ ১৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, সেপ্টেম্বর ২২, ২০১৬
সেলিমা রহমান-শিমুল বিশ্বাসসহ ১৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

ঢাকা: পল্লবী থানার নাশকতার এক মামলার চার্জশিট আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার ২০ আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।



সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল পরোয়ানা জারির বিষয়টি বাংলানিউজকে জানান। মামলার চার্জশিটভুক্ত ৬ আসামি জামিনে থেকে আদালতে উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে পল্লবী থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমআই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।