ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে খোকার ৫০ একর জমি বাজেয়াপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, সেপ্টেম্বর ২২, ২০১৬
নারায়ণগঞ্জে খোকার ৫০ একর জমি বাজেয়াপ্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৫০ একর জমি বাজেয়াপ্ত করেছে জেলা প্রশাসন।

দুদকের দায়ের করা একটি মামলায় বিশেষ আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো ও গোলাকান্দাইল এলাকায় এ জমি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম জানান, আদালতের নির্দেশে আমরা ৫০ একর জমি বাজেয়াপ্ত করে লাল পতাকা টানিয়ে দিয়েছে, জমি খাস করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ৫০ একর জমি তো অনেক, তারাবো, গোলাকান্দাইলে মিলিয়ে এই জমি। আমরা আদালতের নির্দেশে প্রশাসনের সহযোগিতায় বাজেয়াপ্ত করেছি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।