ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে হান্নান শাহ’র জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, সেপ্টেম্বর ৩০, ২০১৬
গাজীপুরে হান্নান শাহ’র জানাজা সম্পন্ন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র  জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক এমপি হাছান উদ্দিন সরকার, দলীয় নেতাকর্মী ছাড়াও  সর্বস্তরের মানুষ অংশ নেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরের ৠাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ।   তিনি হৃদরোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
আরএস/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।