ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগকে আদর্শের প্রতীক হয়ে উঠতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ছাত্রলীগকে আদর্শের প্রতীক হয়ে উঠতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের একটা গর্বের ঐতিহ্য আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে সব ক্ষেত্রে ছাত্রলীগের ভূমিকা ছিলো।

সেই গর্বের ঐতিহ্য ধরে রেখে ছাত্রলীগকে আদর্শের প্রতীক হিসেবে গড়ে উঠতে হবে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগ সভাপতি মো. মাসুম বিল্লাহ।

এসময় কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।