ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, অক্টোবর ১, ২০১৬
না’গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

শনিবার (০১ অক্টোবর) বিকেলে ফতুল্লায় ও সকালে রুপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।



জানা যায়, রুপগঞ্জের গাউছিয়া মার্কেটের সামনে সকালে জেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে রুপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকেলে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনির নেতৃত্বে ফতুল্লায় বিক্ষোভ মিছিল করে ফতুল্লা থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল থেকে তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।