ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাউজান আ’লীগ নেতা শফিকুলের মৃত্যুতে প্রবাসীকল্যাণমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, অক্টোবর ২৭, ২০১৬
রাউজান আ’লীগ নেতা শফিকুলের মৃত্যুতে প্রবাসীকল্যাণমন্ত্রীর শোক

ঢাকা: রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

 

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, দলের দুর্দিনে শফিকুল ইসলাম চৌধুরী কাণ্ডারীর ভূমিকা পালন করেছেন। দলের যেকোনো কর্মসূচিতে তার উপস্থিতি ছিল সরব। একজন সৎ, ত্যাগী, আদর্শবান রাজনীতিক হিসেবে তিনি আজীবন মানুষের মনে বেঁচে থাকবেন। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান নুরুল ইসলাম বিএসসি।  

ভোর ৬টায় বার্ধক্যজনিত রোগে ভুগে ইন্তেকাল করেন শফিকুল ইসলাম চৌধুরী। তার বয়স হয়েছিল ৭৫ বছর।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জেপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।