ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সোমবার কুমিল্লার ১৪ ইউপির ২৪ কেন্দ্রে ভোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, অক্টোবর ৩০, ২০১৬
সোমবার কুমিল্লার ১৪ ইউপির ২৪ কেন্দ্রে ভোট

কুমিল্লা: বিভিন্ন কারণে স্থগিত থাকা কুমিল্লা জেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২৪টি কেন্দ্রে সোমবার (৩১ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হবে।

‌ইতোমধ্যে কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে পুলিশি পাহারায় ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে।

ব্যালট পেপার ছিনতাই, চুরি, সংঘর্ষসহ নানা কারণে এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ১৮টি টহল দলে ১৩৩ জন অতিরিক্ত র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।    

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।