ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জাপার নবগঠিত কমিটির পরিচিতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, নভেম্বর ৪, ২০১৬
বগুড়ায় জাপার নবগঠিত কমিটির পরিচিতি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় শহর জাতীয় পার্টির (জাপা) নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে শহরের নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহর জাপার সভাপতি আবু তাহের আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ ছানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি।

এছাড়া সভায় বক্তব্য রাখেন- জেলা জাপা নেতা আব্দুল আলীম, আমিনুল হক আদর, শহর জাপা নেতা রবিউল ইসলাম সুজা, এমএ মালেক, এনামুল হক, আজিজুল হক, আব্দুস সালাম, আলমগীর হোসেন, ইলিয়াস হোসেন, মজনু মিয়া, মনছের আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।