ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে ডিএসসিসি: বিনা অনুমতিতে রাস্তায় সমাবেশ নিষিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, নভেম্বর ৭, ২০১৬
বিএনপিকে ডিএসসিসি: বিনা অনুমতিতে রাস্তায় সমাবেশ নিষিদ্ধ

ঢাকা: বিনা অনুমতিতে রাস্তায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ বলে বিএনপিকে জানিয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ফলে সভা-সমাবেশ করার সুযোগ পাচ্ছে না বিএনপি।

 

সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় ডিএসসিসি’র পক্ষ থেকে বিএনপিকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়ে দেওয়া হয়।

এর আগে রোববার (০৬ নভেম্বর) বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য ডিএসসিসি‘র মেয়র সাঈদ খোকনকে অবহিতপত্র দেন। এর প্রেক্ষিতে ডিএসসিসি বিএনপিকে তাদের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেয়।

ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা (পিআরও) উত্তম কুমার রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬/আপডেট: ১৮৫৯ ঘণ্টা
এসএম/আরআইএস/এএসআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।