ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করবো, অন্য কোথাও নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৪, নভেম্বর ৮, ২০১৬
সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করবো, অন্য কোথাও নয়

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানেই করবো, অন্য কোথাও নয়।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানেই করবো, অন্য কোথাও নয়।

রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপিকে সভার অনুমতি দিলে মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।



এর আগে ২৭টি শর্ত সাপেক্ষে বিএনপিকে মঙ্গলবার বেলা ২টায় সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

রিজভী বলেন, আমরা রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বা অন্য কোথাও সমাবেশ করার অনুমতি চাইনি। আমরা সমাবেশ করার অনুমতি চেয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে।

আমরা রোববার (১৩ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবো।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজেড/এসজেএ/বিএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।