ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে শুক্রবার যুবদলের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৯, নভেম্বর ১৭, ২০১৬
খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে শুক্রবার যুবদলের বিক্ষোভ

ভুয়া জন্মদিন পালনের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শুক্রবার (১৮ নভেম্বর) সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

ঢাকা: ভুয়া জন্মদিন পালনের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শুক্রবার (১৮ নভেম্বর) সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (নভেম্বর ১৭) গ্রেফতারি পরোয়ানা জারির পর এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন মামুন।

উল্লেখ্য, সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
 
এর আগে ভুয়া জন্মদিন পালনের মাধ্যমে অন্যের ক্ষতি করার অভিযোগে গত ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম এ মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।