ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, নভেম্বর ১৮, ২০১৬
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি।

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি।

শুক্রবার (১৮ নভেম্বর) নগরীর হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের হয়।

পরে মিছিল শেষে দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নূরজাহান ইয়াসমিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভোটারবিহীন ও অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীর নামে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমএএএম/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।