ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গাদের বাঁচাতে সোচ্চার হওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, নভেম্বর ৩০, ২০১৬
রোহিঙ্গাদের বাঁচাতে সোচ্চার হওয়ার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়ানমারের মুসলিম রোহিঙ্গাদের বাঁচাতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন।

ঢাকা: মায়ানমারের মুসলিম রোহিঙ্গাদের বাঁচাতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন।

বুধবার (৩০ নভেম্বর ) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল সাড়ে ৫টার দিকে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে প্রবেশের দাবি করে এ আহ্বান জানান তিনি।


 
জাফর হোসেন বলেন, মানুষ মানুষের বন্ধু। কিন্তু রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হচ্ছে তাতে মনে হয় মানুষের মধ্যে মানবতা নেই, ভালোবাসা নেই, মনুষত্ব নেই। তাই মুসলিম রোহিঙ্গাদের বাচাঁতে জনগণকেই সোচ্চার হতে হবে।

রোহিঙ্গাদের বাঁচাতে মায়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনায় বসার দাবি করেন জাফর হোসেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরএটি/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।