ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আদর্শচ্যুতদের নিয়ে গড়া ঐক্যের প্রতি জনগণের সায় নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৪, নভেম্বর ২৮, ২০১৮
আদর্শচ্যুতদের নিয়ে গড়া ঐক্যের প্রতি জনগণের সায় নেই বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলানিউজ

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আদর্শচ্যুত মানুষদের নিয়ে গড়ে ওঠা ঐক্যের প্রতি এদেশের জনগণের সায় নেই। দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনাও নেই তাদের। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) সিরাজগঞ্জের কাজিপুরে যমুনাবেষ্টিত দুর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজ মাঠে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্নেহধন্য অনেকেই আজ হীনস্বার্থ চরিতার্থের জন্য জাতির পিতার হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন।

নির্বাচনে অংশ নিচ্ছেন। আন্দোলনে ব্যর্থ, জনবিচ্ছিন্ন হয়ে তারা দলের অস্তিত্ব রক্ষায় নির্বাচনে অংশ নিতে বাধ্য হচ্ছেন। ’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণ বুঝে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পালে সুবাতাস লেগেছে। উন্নয়নের সেই সুবাতাসে কথিত ঐক্যফ্রন্ট পালাবার পথ খুঁজে পাবে না। ’

এবারের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে উল্লেখ করে নাসিম বলেন, চিন্তার কারণ নেই। বিদেশি পর্যবেক্ষকের স্বপ্ন আর না দেখে এবার জনগণের কথা ভাবুন।

নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।