ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন না পেয়ে জাপা থেকে বিএনপিতে আব্দুর রশিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৬, নভেম্বর ২৮, ২০১৮
মনোনয়ন না পেয়ে জাপা থেকে বিএনপিতে আব্দুর রশিদ

গাইবান্ধা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন না পাওয়ায় জাপা ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন জেলা জাপার সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার। 

যোগদানের পর তাকে গাইবান্ধা-২ (সদর) আসন থেকে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য বিএনপি থেকে মনোনয়ন পত্রও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, আমি বিএনপিতে যোগদান করেছি।

তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বিএনপি আমার অতীত দেখে-শুনে আমাকে মনোনয়ন দিয়েছে।

আব্দুর রশিদ গাইবান্ধা পৌরসভার কমিশনার ও চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে জয়লাভ করেন তিনি। গত ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলেও পরে তা প্রত্যাহার করে নেন। ২০০৯ সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

এছাড়া গাইবান্ধা-২ (সদর) আসন থেকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ ও মাহামুদ্দুন নবী টিটুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি থেকে।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।