ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ'লীগ কার্যালয় পরিদর্শনে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, নভেম্বর ২৮, ২০১৮
আ'লীগ কার্যালয় পরিদর্শনে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা .

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে এসেছেন। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম ময়েলার। 

বুধবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তারা রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

পরে তারা আলোচনায় বসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে তারা কথা বলছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।