ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন এমপি বদির স্ত্রী শাহীনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, নভেম্বর ২৮, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন এমপি বদির স্ত্রী শাহীনা মনোনয়নপত্র জমা দিচ্ছেন সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহীনা-ছবি-বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার-৪ আসনে নৌকার হয়ে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহীনা আক্তার।

বুধবার (২৮ নভেম্বর) বেলা ১টার দিকে তিনি কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামাল হোসেনের হাতে মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সঙ্গে ছিলেন আব্দুর রহমান বদি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কাওসার জাহান নিগার ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল প্রমুখ।

এর আগে রিটার্নিং অফিসারের হাতে একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরী ও ইসলামী আন্দোলন থেকে জেলা সেক্রেটারি মোহাম্মদ শোয়াইব মনোময়নপত্র জমা দেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।